জড়িয়ে আছো গৃহস্থালির গিঁট
এবার চলো বউল বনে যাই ,
আসবে ফিরে সাগরবেলার চোখ
ঝিনুক জলে মুক্তো দেবে ঘাই ।
ঘাড় নাড়া টিক্ অধীন অনিচ্ছায়
দুলছো ঘড়ির পেন্ডুলামের মতো ,
থোড়বড়ি হাড় হাজার আয়ুর ঘামেও
খাড়াই দৃশ্যে হয় কি অসম্মত !
জীবন শিরায় জমেছে নুনদ্বীপ
নোনতা সুখে বেজেছো শঙ্খিনী ,
চন্দ্রভাগার স্রোত ডুবেছে শোকে
তোমার চাওয়া আমিও খানিক চিনি ।
ভিড় ভাঙছে নোঙর নদীর স্রোতে
আসছি পান্থ শিশুর আঁকা পথে ,
ভাসিয়ে দিয়ে জেরক্স করা বাড়ি
উদোম মনে চড়বো আদিম রথে ।
উড়নচণ্ডী ইচ্ছেতে রণপা
গলিয়ে ওড়াও আকাশী কার্নিশে ,
যাপন যজ্ঞে উশকাঠিও নিভু ?
অশোক আগুন জ্বালাও নিভু শিষে ।