আমাদের মেরুদন্ড টা প্লাস্টিকের ,
আমাদের যাপন তন্ত্রটা প্লাস্টিকের,
সবকিছু কেমন যেন নুইয়ে পড়েছে,
নেতিয়ে পড়েছে সভ্যতা,
লজ্জাহীন ,সাহস হীন এক একটা বোঁদা ভিড় ,
গা পর্যন্ত চিড়বিড় করে ওঠে ,কিন্তু তা মনের বাইরে যেতে পারেনা।
মাঝেমধ্যে নিজেকেই নিজে চিনতে পারিনা ,
আমরা সাধারণ, অসাধারণ হতে ইচ্ছে করে না
কারণ বিবেক ভয়ে গোপন গর্তে সেঁধিয়ে গেছে ।
আমাদের লজ্জা নেই ,আমাদের মান নেই,
যা আছে শুধু বেঁচে থাকার গল্প ,স্বার্থের গল্প ,
লোভের ইতিহাস , হিংসার কথকতা,
সাধারণ মানুষের সবকিছুই যেন নেতিয়ে পড়েছে ,
শুধু বুকের মধ্যে একটা ব্যাঁথা চিনচিন করে ,
আচ্ছা হৃদয়টা তো প্লাস্টিকের হতে পারতো ?