স্বাধীনতা এসেছে,
নেতাজি তুমি আসো নি!
স্বাধীনতা এসেছে কাগজে – কলমে।
যে স্বাধীনতার স্বপ্ন দেখতে তুমি,
যে স্বাধীনতার স্বপ্ন দেখাতে তুমি,
যে স্বপ্ন দেখতে শিখেছিল দেশবাসী,
সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আজও অধরা।
তুমি যে আসো নি!
জানি, তুমি ইচ্ছে করে না এসে থাকো নি,
তোমাকে ‘ওরা’ আসতে দেয় নি,
ধর্মের নামে দেশ বাটোয়ারা করে
ক্ষমতালোভী স্বার্থপরের দল!
আজ হাতেনাতে পাচ্ছি তার ফল।
তোমার দেখানো স্বাধীনতা আজও আসে নি।
তুমি যে আসো নি!
কতো পর্বতসমান বাধা হেলায় জয় করেছো,
তাই ক্ষীণ হলেও আশা ছিল মনে দৃঢ়,
তুমি ঠিক একদিন ধূমকেতুর মতো ফের আসবে,
এলে না, আসতে পারলে না।
আন্তর্জাতিক চক্রান্তে সামিল হল তোমারই স্বজন!
স্বাধীনতার জন্য লড়াই যেন ভীষণ অপরাধ!
যুদ্ধাপরাধী বানিয়ে দিল তোমাকে,
মরার আগেই মেরেও ফেলল তোমাকে,
তাদের মুখোশ কী আজও উন্মোচিত হবে না?
আজও কী গর্জে উঠবে না দেশবাসী?
এদের জন্যই কী তুমি বলিপ্রদত্ত হলে!
এখনও ভেবে দেখার সময় হয় নি দেশবাসীর,
তোমার অনুগামীরা আজও ডুকরে কাঁদে,
জৈবিক নিয়মে তুমি আজ বহুদূরে অবশ্যই,
তবু তোমার ভূত তাড়া করে চক্রান্তকারীদের!
তাই তোমার মহাঅন্তর্ধান, রহস্যের জালে বন্দি।
দেশপ্রেমের বন্যা বইছে এখন দেশব্যাপী,
তোমাকে নিয়ে চলছে দড়ি টানাটানি,
তুমি কার কতো আপনজন!
তোমাকে উপযুক্ত সম্মান জানানোর আতিশয্যে,
চলছে নানারকম ভড়ংবাজী,
এতোই যদি দেশপ্রেম,
তবে তোমার খোঁজ কেন আজও অধরা!
তোমার আদর্শের বিপরীত মেরুতে যারা,
তাদের লম্ফঝম্প নজরকাড়া!
আসলের চাইতে নকলের রমরমা,
তাই কাঙ্ক্ষিত স্বাধীনতা আজও আসে নি।
তুমিও যে আসো নি!