নৈরাজ্যের সমাজ আজ
নেই যে প্রতিবাদ,
পাপে পরিপূর্ণ হয়েছে ধরা
তাই খরা, নেই আবাদ।
গাছ কেটে বুজিয়ে পুকুর
প্রকৃতি তপ্ত মরুময়,
কৈতব মেলা, লুটতরাজ ধর্ষণে
সমাজ বিপন্ন সদা হয়।
শুধু উশৃঙ্খল সমাজ ও সভ্যতা,
কলুষতার দখল দিনরাত,
গুন্ডাবৃত্তি ক’রে ত্রাস ছড়িয়ে
চলে মূর্খের বাজিমাত।
এসো দণ্ডধর নৈরাজ্যতা রুখে
দণ্ডে দণ্ডে করে দণ্ডাঘাত,
সঙ্কটাপন্ন সমাজের পরিবর্তন ঘটাও
করে ন্যায়ের কষাঘাত।