হে নীলেশ হে সুন্দর এই বিশ্ব চরাচর
যখনি তোমার নীলে বাতি দিয়েছি
তোমার অপার নীলে নভোনীল দেখা মেলে
এ জগতে এ আমার পরম বিস্ময়!
সসাগরা নীলিমায় সুশীতল বনছায়
জীবনের যত মায়া নীল ঘন ছায়,
এ পৃথিবী কেঁদে মরে বিপদ সাগরে পড়ে
হে আদি দেবতা তুমি পৃথিবী বাঁচাও।
তুমি বটবৃক্ষ হয়ে ছায়া মায়া কায়া দিয়ে
এ ভুবন আলো করো নীল জোছনায়।
হে ভবেশ, হে সুন্দর, এ বিশ্ব চরাচর
জ্বেলেছে নীলের বাতি নুতন আশায়,
তোমার স্নেহের হাসি শান্ত চোখে ওঠে ভাসি
দীনবন্ধু সকলের তুমি দয়াময়।
যে আশা অমরদীপ জ্বেলে রাখো চারিদিক
অপরূপ আলোকিত করে বিশ্বময়–
তব প্রেম যমুনায় , সুর নদী বহে যায়
ভবসিন্ধু জটা হতে যায় দরিয়ায়।
অন্তর বাহির হয়ে স্বর্গমর্ত্য খোঁজে যারে
নিখিল ব্রহ্মাণ্ড বসে রয় প্রতীক্ষায়।
তব দরশন মাগে, চিত্ত অমৃতে ভাসে
মোহপাশ সাধকের ছিন্ন হয়ে যায়।
লীলায় দোলায় ভাসি নীল বাতি জ্বালিয়েছি
সুমঙ্গল বর মাগি ওগো দয়াময়।
ওগো প্রভু দয়াময় বিশ্ব আজও চেয়ে রয়
যত পাপ তাপ নাশ করো বসুধায়।
এ বিশ্ব বিপদে আজ, মহামারী পায় লাজ
অমৃত কলস দাও ওগো মৃত্যুঞ্জয়।
কল্যাণ আশীষ দাও দুঃখ দূর করে দাও
সুখ শান্তি সম্প্রীতি দাও বিশ্বময়।