সাফল্য নাকি ঘোর সংকট সে কথা বলবে কে
মহাভয় থেকে নীরবতা আসে সত্যকে চেপে রেখে।
ঘরে বসে রাগে বিড়বিড় করে লাভ কি সত্যিকার
নীরবতা রোগ গ্রাস করে নেয় সমাজ আর সংসার।
সবাই দেখছে বুঝতে পারছে যা হচ্ছে তা ঠিক নয়
রাষ্ট্র প্রধান মরিয়া হয়েছে সুদীর্ঘ ক্ষমতা চায়।
অন্যায় আর জোর জুলুম টা মাত্রা ছাড়িয়ে যায়
প্রতিবাদ হীন নীরবতা শুধু কুকাজে সহায় হয়।
সব কুকাজের প্রমাণ থাকে না কিছু বুঝে নিতে হয়
মিথ্যে কথাটা আজও শোনা যায় ধর্মটা ছেঁকা দেয়।
যুদ্ধ এবং রাজনীতিতে কোনো কিছু পাপ নয়
এ নয় আপ্তবাক্য তবুও তাকে মান্যতা দেয়।
নীরব থাকুক কবি ও লেখক সাংবাদিক দেশময়
জনগণ সবই দেখে শোনে বোঝে নেতারা তা ভুলে যায়।
মিথ্যে উন্নয়নের দোহাইয়ে বেকারত্ব বেড়ে যায়
শিল্প নেইকো চাকুরী ও নেই শিক্ষাটা মার খায়।
ফুলিয়ে ফাঁপিয়ে সাফল্য প্রচারে গরু গাছে উঠে যায়
মিথ্যের দায় যেনতেন ভাবে অন্যের ঘাড়ে চাপায়।
মিথ্যে কথাকে মিথ্যে বলতে সবাই নীরব রয়
ধর্মযুদ্ধ চলছে ভেবেই সকলে ঘুম লাগায়।
ক্ষমতার স্বাদ দম্ভ এনেছে তাঁবেদারও তৎপর
জামানা বদল করবে কে আর বিরোধীরা দুর্বল।
মিডিয়া কন্ঠ রুদ্ধ করেছে দেদার বিজ্ঞাপন
নুন খাও আর গুণ গাও এই রাজার অনুশাসন।
স্তব্ধ সবাই নিমক মিলুক না মিলুক আছে ভয়
রাজা রেগে গেলে অনর্থ হবে পাছে কারাবাস হয়।
যত যাই হোক নীরব পুতুল যতই করুক ভয়
মহাকাল আছে কালের প্রহরী তাকে কি এড়ানো যায়।।