সমুদ্রকে কাছে পেয়ে, ওর সুন্দর ঢেউগুলো কে বার বার ছুঁতে চেয়েছো,
বুঝতে চেয়েছো ওকে, চিনতে চেয়েছো আপন উদারতায়,
ভালোবেসেছো ওর উত্তাল তরঙ্গকে,
আর আপন করে নিয়েছো নিজের মত করে।
কিন্তু কখনো কি উত্তাল তরঙ্গের নীচে নিরব সমুদ্রকে ছুঁয়ে দেখেছো !
অনুভব করতে চেয়েছো ওর নীরবতাকে !
ওর আকড়ে লুকিয়ে রাখা মনি-মাণিক্য শুধু তোমার জন্য ,
তোমাকে খুশি করতে যার এত তরঙ্গ,
সে তো তার সব রত্ন শুধু তোমাকে উজাড় করে দেবে বলে অপেক্ষার প্রহর গুনছে।
ওর উত্তাল ঢেউ বার বার এসে ছুঁয়ে যায় শুধু তোমাকে কাছ থেকে দেখবে বলে !
আর বার বার হতাশ হয়ে ফিরে যায়।
সমুদ্র ওর রত্ন ভান্ডার নিত্য নতুন রত্ন দিয়ে সাজিয়ে নিতে চায়ছে শুধু তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন নিয়ে।
যদি পার একবার উত্তাল তরঙ্গের নীচে শান্ত নীরব
সমুদ্র কে ভালোবেসো।