ওরে,আজ সকালে ছাদের কার্নিশে
কুড়িয়ে পেলাম তোরে
কোথা হতে এলিরে পাখি !
মায়ের কোলটি ছেড়ে?
মা বুঝি তোর খাবার আনতে
গেছে আকাশ বেয়ে ?
দুষ্টু বাতাসের মাতাল ঝাপট্
এলো বুঝি ধেয়ে?
তাই বুঝি তুই ভীষণ ত্রাসে
উড়তে গেলি ভয়ে!
পারলি নে তো! পড়লি নুয়ে
ছাদের কার্নিশে !
আহা!পাখিরে তোর করুনমুখ
বুকেতে তোর শতেক দুখ্
অশ্রুজলে ভরা দু’চোখ
বলতো কি করি !
উড়তেই তো শিখিসনিরে
চিন্তা বিষে মরি
কিইবা দেই খেতে তোকে
জলটুকুনই খা্
আঁকড়ে আছিস পাতার বুকে
খুঁজিস বুঝি মা!
নীড় হারা পাখিরে তোর
দেখে শুকনো মুখ
ছ্যাঁত্ করে পরাণে আমার
মাতৃস্নেহের দুখ্
ও পাখি!ভাবিসনিরে একলা তুই
কাঁদিস কেন ওরে !
আকুল-ব্যাকুল যেমনে হোক্
পাঠাবো তোকে নীড়ে-