কুরুক্ষেত্র যুদ্ধ অন্তে গেল রটে কথা
হয়েছে রাধেয় হত সন্মুখ সমরে
স্বস্তিতে পান্ডব সবে রাধেয় খবরে
পাগলের মত ছুটে কুন্তি এলো তথা।
খুশি পান্ডব শিবির পৃথা বক্ষে ব্যথা
যুধিষ্ঠির এক দৃষ্টে দেখে মাতা তরে
কুন্তি কাছে ত্বরা এসে বলে মৃদু স্বরে
কী হেতু এসেছো মাতা এখানে অযথা।
আঁখি হতে অশ্রুধারা বয় অনিবার
নিহত হয়েছে আজ অগ্ৰজ তোমার।
এ আমার লজ্জা হায় কুমারী বেলায়
পরম স্নেহের ধন তবু বাধ্য হয়ে
দিয়েছি ভাসিয়ে জলে ভয়েতে হেলায়
মরমে মরি যে সদা এ যন্ত্রণা লয়ে।