এখন জেগেই থাকো
নির্জনে একা,
সতর্ক প্রহরাতে!
নিদ্রাহীন সারারাত
নিজের সঙ্কল্পে স্থির
হেতালের লাঠি নিয়ে হাতে।
নাগিন বিষের জ্বালা সয়ে
তারাদের উন্মুক্ত সভায়
নিজেকে ছলনা করো
পঞ্চমের লয়ে!
অনুভবে
অন্তিমের বেলা,
আর একবার
গাঙুরের জলে ভাসে,
নিরাশার ভেলা।
এখন জেগেই থাকো
নির্জনে একা,
সতর্ক প্রহরাতে!
নিদ্রাহীন সারারাত
নিজের সঙ্কল্পে স্থির
হেতালের লাঠি নিয়ে হাতে।
নাগিন বিষের জ্বালা সয়ে
তারাদের উন্মুক্ত সভায়
নিজেকে ছলনা করো
পঞ্চমের লয়ে!
অনুভবে
অন্তিমের বেলা,
আর একবার
গাঙুরের জলে ভাসে,
নিরাশার ভেলা।