বসন্তশেষের হলুদ সুখের মত নুয়ে পড়েছ তুমি
উড়তে থাকা ঝুলন্ত পালকের মত হাই তুলেছ তুমি
হাড়হাভাতে শীতের জমাটবাঁধা কূয়াশার মত তুমি
আগলে রেখেছ খিল আঁটা সভ্যতার পরিযায়ী ঘুম…
জেগে উঠে যেখানে তাকাই সেখানেই
তোমার নুলো হাতের টিপছাপ
শহরের আনাচকানাচ থেকে উড়ে আসছে
তোমার নাম-না-জানা ইচ্ছেগুলো
ইতিহাসের প্রেক্ষাপটে তোমার মুখের আদল
তোমার এলোচুলে বিকেলের বিবিয়ানা
তোমার নগ্নতার নকল মূদ্রা সোসাল মিডিয়ার টিআরপি…
দিনশেষের মরা রোদ্দুরে আড়তদারের ভূমিকায় আমি
আমি কুণ্ঠিত। আমি জন্মপাগল। আমি
হাজার বছর ধরে এঁকে চলেছি তোমার নির্জন সাহচর্য আর
নোনাধরা দেওয়ালে মোনালিসার হাসি হাসি হুকের জ্যামিতি …