আজ যানে কি জিদ না কর…….
বৃষ্টির অভিসার যেন পাট তসর
নক্সীকাঁথা বোনা রাতে মৃগতৃষ্ণা
থরথর বুকে ব্যাকুলতায়
মন–ফকিরা ডানা মেলে
আকাশের পটভূমি জুড়ে ভালোবাসা এঁকে দেয়।
সুখের কোলাজে কেশরের ঘ্রাণ
নুপুরে বোল তুলে ঠমক লাগায়
উদ্দাম নৃত্যে বাহারী ঘুরন্ত ঘাঘরায়
বৃষ্টির মাদকতা আকাশ’কে ছুঁয়ে যায়
স্বর্গসুখে মোমের মতো গলে গলে যায়
এলোমেলো মাতাল হাওয়ায়
চায় যে নিজেকে হারাতে আকাশের বুকে
মুহূর্তরা থমকে মুখোমুখি ভাষাহীন ঠোঁট
আকাশের গাঢ় চোখে সত্তার পূর্ণ সূর্যোদয়ে
আসক্তির কানায় কানায় বৃষ্টি নামায়।
মেঘের মনে আরণ্যক হাহাকার উঠে
ভয়ংকর অগ্নিদগ্ধ চোখে
যন্ত্রণার জানালাটা দেয় খুলে
নক্ষত্রহীন আঁধারে বিদ্রোহের
ধারালো কালো মেঘ
নগ্ন পায়ে অশান্ত দুর্যোগ ডেকে আনে
হঠাৎ চমকে কুলহারা বৃষ্টি
নীরবে চেয়ে রয় মৌন আকাশ পানে
আতঙ্কে অশ্রুমালায় ভাসে
দেয় না সাড়া রুগ্ন ঝলসানো প্রেমে……
শ্মশানে সানাই ছিন্নভিন্ন করে।
আকাশ কী ভুলে গেলো বৃষ্টিকে?
সে কি শুধুই স্মৃতি?
দিন ফুরোয় না আকাশের গায়ে
লক্ষ তারার মালা জ্বলে উঠে
বিষন্ন দীর্ঘ রাস্তা ঘোরালো
বাতাসের তীক্ষ্ণ চোটে
আঘাতে আঘাতে অবিরাম ঝরে পড়ে
নিঃশেষ করে চলে অনন্তের যাত্রাপথে
বহু ক্রোশ দূরে মাটিতে যায় মিশে
পৃথিবীর বুকে উঁকি মারে
ছোট চারাগাছ একটি
নিস্তব্ধ পৃথিবীর কাছে শেষ আকুতি
আকাশ আমার ভালোবাসা,
আমি ভালোবাসা চাই—