কাল মাঝরাতে ঘুম ভেঙে গেলো l
বাইরের রাতটা জোৎস্না
কুয়াশাতে মাখামাখি !
অনাবিল এই সৌন্দর্যকে
যে বুকের অনুভবে সঞ্চারিত
করবো সেই সাহসটুকুও নেই !
মনটা এমনই বিক্ষিপ্ত !
তবু মনে হয় মাঝ রাতের
এই মুহূর্তটি, এই নির্ঘুম মুহূর্তটি
তোকে সমর্পন করে
নিঃস্ব হই !!!
কাল মাঝরাতে ঘুম ভেঙে গেলো l
বাইরের রাতটা জোৎস্না
কুয়াশাতে মাখামাখি !
অনাবিল এই সৌন্দর্যকে
যে বুকের অনুভবে সঞ্চারিত
করবো সেই সাহসটুকুও নেই !
মনটা এমনই বিক্ষিপ্ত !
তবু মনে হয় মাঝ রাতের
এই মুহূর্তটি, এই নির্ঘুম মুহূর্তটি
তোকে সমর্পন করে
নিঃস্ব হই !!!