প্রশ্রয় পেতেছো চোখে
দৃষ্টির বৃষ্টি মেখেছি ,
প্রত্যয় সত্য জেনে
সৃষ্টির স্বপ্নে মেতেছি ।
হাসির যৌবন বনে
আগ্নেয় গন্ধে ফুটেছি ,
আশ্চর্য মায়ার মোমে
মৃদু মৃদু নাব্য জ্বলেছি ।
পেয়েছি প্রতীক্ষা প্রেম
এবং নিঃস্ব নীল বোধ ,
নিরুদ্দেশ নীড়ে গেলে
তুলে নেবো তীর্থে প্রতিরোধ ।