আমিত্বে’র থেকে অনাবিল ললিত উত্তরণে
সুখ যেন ওড়ে পতপত সঠিক নিশানায়…,
মন এই কাম্য অভিসারে অতি উচ্ছ্বাসে
সানন্দে দিল করতালি,
তাই ফুরফুরে আবহাওয়ায় ভাবনায় জাগে,
আমি শুধু আমার-ই মালি!
এমন বিপ্লবে সহাস্য অর্ভ্যথনায় কেন গরহাজির
সদা হাস্য লাস্যময়ীর দল?
চেতনার ইঞ্চি ইঞ্চি পথ-ভ্রমণে বুঝি
অসাড় অবাধ নাকি জবরদখল!
‘আমি’ ‘আমি’ ছেড়ে সাবলীল পুণ্য প্রভাতে
জাগ্রত আমি শিমুল তুলোর মতন।
এখন কত আলোকের প্রকাশ্য অভিবাদন
এখন জীবনে নেই কোন ভারী ওজন,
এখন ভালবাসার চুমুর সংলাপে নাচন-কোদন-
অনায়াস চলনবলনে যেতেই পারি উত্তমের কাছে,
তখন আমাকে আমি খুব ভালোই চিনি
যার সমতুল্য কোথায় জুড়ি?