আইজাক নিউটন
মাধ্যাকর্ষণ
বের করলেন বড্ড যে দেরিতে
লাগতো না তার
আপেল গাছ আর
সব অঙ্কই মিলে যেতো বাড়িতে।
এমনই তো চিত্র
বাহ্যি তার নিত্য
পড়তো যে টপাটপ হাঁড়িতে
এটাই তো হতো রোজ
বুদ্ধি বলেনি বোঝ –
মেথরে তা তুলে নিত গাড়িতে!
ভাবতো যদি তখন
বাহ্যি পড়ে যখন
সদা কেন পড়ে সোজা তা নিচে?
এটা তো সে ভাবেনি
গবেষণা করেনি
কী আছে এর কারণ তারই পিছে?
ভাবতো যদি তখন
বাহ্যি পড়ে যখন
সোজা কেন পড়ে নিচে, গর্তে?
মাখেনা তা পিছনে
ওঠেনা উর্দ্ধ পানে
টানে নাকি মোহময়ী মর্তে?
সেটা না ভেবে সে
কলেজেই আয়েশে
আপেলের গাছতলে ভাতঘুম
দিলো যেই আরামে
হঠাৎই কোন ব্যারামে
ভুঁড়িতে পড়লো আপেল
সোজা দ্যুম!
তখনই সে ভাবলো
কেন তার লাগলো
খটকা এক, টানছে কে আপেলে?
তাই তার এই সুত্র
তুমি ভূমিপুত্র
হতেনা মাধ্যাকর্ষণ না হলে!