খোলা জানালা দিয়ে দেখা যায় ঐ মরা চাঁদ
কি বেদনায় নীল হয়ে আছে আবছা জোছনা!
স্বর্গীয় হাসির ফোয়ারা হারিয়ে গেছে আজ তার–
নিমেষে একটুকরো কালো মেঘ আড়াল করল তারে।
একটু পরেই মেঘ সরে গিয়ে বেরিয়ে এল শশী মুখ
তবু সে আজ বড়ই ম্রিয়মান,কে জানে কোন কারণে!
দুদিন আগেও রাশি রাশি হাসি ছড়িয়েছিল আকাশে
দুধসাদা জ্যোৎস্নালোকে সেজেছিল বিধুমুখী—
সরোবরের স্হির জলে দেখছিল আপনার রূপমাধুরী।
তবে আজ এমন মলিন বদনে কার অপেক্ষায়
চকোর রয়েছে বসে জোছনা পানের প্রতিক্ষায়!
থোকা থোকা কামিনী সুবাসে ভরেছে চারিপাশ।
অগনিত তারা ফুটে আছে অম্বর জুড়ে সারারাত
মাঝে মাঝে খন্ড মেঘ ছুটে আসে আর উড়ে যায়।
ব্যাকুল রাতচরা পাখি কেঁদে কেঁদে ডাকে অসহায়!
অবোধ সারমেয় অকারন চেচায় নিঃঝুম রাতে—
চরাচর গভীর ঘুমে নিমগ্ন, একা জাগে কোন্ বিরহিনী,
দোলনচাঁপার মিষ্টি সুগন্ধে ভরে রয় নিঃস্বার্থ রজনী।।