নারীজাতি আছে বলেই
মনোহর যে ধরা,
গুণের আকর নারীর দানে
বিশ্বভুবন ভরা।
স্নেহের ছায়ায় অপার মায়ায়
সংসার সাজায় নারী,
সর্বংসহা নারী মহিমার
নজির আছে কাঁড়ি।
সবার মুখে হাসি দেখলে
নারী খুশি তাতে,
প্রেম- পিরিতি মধুর গীতি
মাখে সোহাগ সাথে।
কন্যা জায়া,জননী, ভগ্নী
নারী কত রূপে,
নারীর গুণে কবি মনে
কাব্য কথা চুপে।
নারীজাতির অসম্মানে
বিধির রোষে পড়ে,
জীবন ঘড়া ডুববে ত্বরা
অনুতাপে ভরে।
নারী কে মান দিলে পড়ে
খুশি যে হন প্রভু,
সকল শক্তির আধার নারী
ভুলো নাকো কভু।