নাম নিয়ে বিভ্রাট?
বেশ তবে শোনো!
কন্যা আহ্লাদী
সন্দেহ নেই কোনো!
বাপ তার আদরের
নাম দিলো মদিরা
পদবী পান সে শুনে
হাসে দাদা দিদিরা!
সবকিছু ঠিকই ছিলো
বিয়ে করে পাত্র
স্বামীর পদবী নিয়ে
নাড়ে চাড়ে গাত্র
আধুনিকা, পিতা
ও শ্বশুর মান রাখতে
মদিরা পান পাত্র
নাম ও নব গোত্রে!
চাকুরী নিলেন বিদ্যালয়ে বটে
সেখানে সম্পাদক
শ্রী মাল নামে রটে
বার্ষিক সভাতে
তারই পাশে স্থান
হায় হায় গেল গেল
বুঝি তারই মান
চিত্রটি ছাপা হলো
খবরের কাগজে
তারই ক্যাপশনে বটে
আগুন আসে মগজে
” মালের সাথেই
মদিরা পানপাত্র”
উস্কানি দিলো হায়
কোনো এক ছাত্র
লিখে দিলে ” এইবার
ঢালাটাই বাকি “
লজ্জায় সকলেই
মুখ ঢাকে নাকি?