কামিনী গাছে সুগন্ধি কামিনী
কামিনী রায় হাসে,
কামিনী চালের পায়েস রেঁধে
মোহিনী দেখি ত্রাসে!
কামিনী কাঞ্চন পরকীয়া করে
কমলে কামিনী শোনে,
পঞ্চ কামিনী নানান সময়ে
প্রেমের জাল বোনে।
কামিনীর পাতা উপকার করে
ফুলের তোড়ায় লাগে
জমিতে দেখি কামিনীর চাষ
সবার টনক জাগে।