একটা বানর লাফিয়ে নাচে রান্নাঘরের চালে,
আর এক বানর মুখিয়ে থাকে ঢোল বাজাবে বলে।
একটা বানর আঁধার রাতে আকাশ তারা গোনে,
আর এক বানর নাগরিকের লেজটি ধরে টানে।
বাজার আগুন চাকরি ব্যবসা নেই ভাত তাই ঘরে,
ছল চাতুরী কায়দা কানুন লোকে বেঘোর মরে।
কার পরীক্ষা নিচ্ছে কারা লেজে আগুন ধরে,
তাই তো বলি রাবণ রাজা এলো নাকি ঘরে !
ঘরে যদি ফিরল রাবণ জ্বর কি এখন ছাড়ে,
টাইফাসে হাসফাস লোকে নোট বাতিলের জ্বরে।
প্রচার যন্ত্র ঝকমকিয়ে সত্য মিথ্যা বলে–
কাদের জন্যে ঢক্কানিনাদ কারা শুধুই পোড়ে।
গণতন্ত্র খাচ্ছে গুলে পেট গুলাবে ওরে,
যা খুশী তাই গিলিয়ে দিচ্ছে আচ্ছা মতন করে।
ব্যাংক তহবিল ফাঁকা করে বিদেশ কেটে পড়ে,
কখন আবার লাফায় বানর ইউনিভার্সিটির ঘরে!
আলু কপি পেঁয়াজ বেগুন বাজার কে আর করে
আদা রসুন দারুণ আগুন পকেট ফাঁকা করে।
বানর দেখি তবুও লাফায় সব খানেতে হারে
যখন তখন ফতোয়া ঝাড়ে লম্ফঝম্প করে।
দেশের লড়াই দশের লড়াই কে কোন দলে চলে
মরে কিছু হতভাগা দেশটা নিজের বলে।
প্রচার যন্ত্র অবাক কান্ড ঢক্কানিনাদ করে!
দুর্যোধন আর দুঃশাসনে ফন্দী ফিকির করে।
দেখে শুনে ধুর বনে যাই ওপর চালাক পরে,
সত্য বললে দেশদ্রোহী মিথ্যে বললে ছাড়ে!
হায় কলিকাল হচ্ছি নাকাল ব্যর্থ নমস্কারে,
বাঁদর নাচন দেখছি এখন সারাটা দেশ জুড়ে।।