একজন ভালো মানুষ কেন সর্বদাই হেরে যাবে ?
একজন প্রভাবশালী কেন সর্বদাই লুটেপুটে খাবে ?
একজন চালাক কেন অন্যদের ঠকাবে ?
একজন ভিখারী কেন সর্বদাই ভিক্ষে চাইবে?
একজন আদর্শবান কেন সর্বদাই অপমানিত হবে?
একজন কবি কেন সম্পাদকদের তোষামোদে মন দেবে ?
একজন সরল মানুষ কেন সংকোচে গুটিয়ে যাবে?
একজন বোকালোক কেন সমাজে অবহেলিত থাকবে ?
একজন প্রেমিক কেন প্রেম নিবেদনে দ্বিধা করবে?
একজন বালক কেন বড়দের শাসনে চাপে থাকবে?
একজন স্বাধীন মানুষ কেন প্রতিযোগিতায় অংশ নেবে ?
একজন মানুষ কেন অন্যদের নিন্দা করবে ,সম্পর্ক বিষিয়ে দেবে ?
একজনের দুঃখে কেন অন্যরা কাঁদে না?
একজন অসহায়ের কথা কেন অন্যরা ভাবে না?
একজন অন্যজন, অন্যজন একজন ,একজন অন্যজন।