নাদুস নুদুস গায়ে-গতরে কেষ্ট ব্যাটা বেশ,
নেংটি ছাড়া পালোয়ান, গোয়ার গোবিন্দ রেশ।
কথা-বার্তায় গা-জোয়ারি, আইন মাথার পরে,
পুলিশকে প্যাদানির হুমকি, নিয়ত ভয়ে মরে।
পকেটে জজ-ম্যাজিস্টেট, দুর্দান্ত প্রতাপ ভারী
সিভিল সার্জেন হাজিরা মারে, পয়সায় আহামরি!
চালের কল আর মুন্সিপাল্টির জলের নল
টিঁকি বাঁধা কর্তার খুঁটিতে, বয়েযায় অবিরল।
মোটা-সোটা রাজস্থানি গরু খানদানি,
বর্ডারে পাচার, পাশের বাড়িতে জোর কুরবানী।
মস্তান নেতার কুকাজ আর পাপের নেই শেষ
কয়লা-বালু প্রাচার নিয়ত, বর্ডারে ঊর্ধ্বনিশ্বেস।
বাপের ও বাপ, নাম যার সি বি আই
কেষ্ট আজ মামার বাড়ি, খুশিতে মাতে সবাই।
গোরা গেছে, আছে কালো সাহেব যত
দেশটা বাপের জমিদারি, লুটেখাও ইচ্ছেমতো।