ভেঙে পড়ে বৃক্ষ ভয়ার্ত পাখিরা উড়ে যায়!
হড়কা তোড়ে খসে পড়ে ঘোলাটে কঠিন সব,
আলুনি বিস্তার ভাসিয়ে নেয় উপকরণ আর অনুসঙ্গ যতো…
ক্ষুদ্র নুনভাণ্ডার উপচে প’ড়ে মিশে যায় এক
অসহ উপাচার ডিঙিয়ে বৃহত্তরে।
বন্দিত্বের স্বচ্ছ প্রাচীর তবুও সাঁতরে চলে জীবন,
জটিল বহুমাত্রিক ধূসরতায়।
জলের তলায় দীর্ঘশ্বাসের বুদবুদ
দিশেহারা চোখ খোঁজে মাটির বুক,
বরফের কাঠিন্যে ভাসা-ডোবা তবু
গলে যায় একটু একটু করে…
অশনিশোক জলবদ্ধতায় মিশে যায় ক্রমশ!
অবশেষে জেগে ওঠে কাদামাটি পললের পেলবতা!
লাঙলের ফলা ছুঁয়ে বীজধানে ফসলের ঘ্রাণ,
কৃষকের লোনাঘাম বদলে দেয় শুদ্ধ পৃথিবীর অগণন প্রাণ ।