সকাল বেলায় রবি মামা
ফিসফিসিয়ে কয়,
ওঠো পড়ো ভাগ্নে আমার
করো বিশ্ব জয়।
কিচিরমিচির করে পাখি
শুয়ে শুনি রব,
চোখের মাঝে নানা দৃশ্য
ভেসে ওঠে সব।
সাতসকালে ওঠে শুনি
মৌমাছি গান গায়,
তখন দেখি তিতলিরা
ফুল বাগানে যায়।
পিপীলিকা পিপীলিকা
কোথায় তোরা যাস?
বর্ষা ঋতু এসে গেল
তখন কি যে খাস!
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে কাক,
ক্রমাগত ডাকতে থাকে
বাজে যেন ঢাক।