চৈত্রের বিদায়লগ্ন পুষ্পের মুখভার
বসন্তকান্না মুখ লুকিয়ে তাই,
পত্রমোচন মর্মরধ্বনি তোলে মায়ায়
শীর্ণদেহে দণ্ডায়মান বৃক্ষরাজি ভাই।
অশোক পলাশ বিবর্ণতায় মূর্ছা ধরে
মনখারাপির হাওয়া মেঘে ভেসে,
নব আনন্দের ছোঁয়া আসবে ধেয়ে,
পুরাতন জীর্ণ মুছে নববর্ষ আসবে হেসে।