কৃষ্ণ প্রেমে নদের গোরা
উচাটনে মেতে,
ভাবে বিভোর নামের রসে
চায় তাঁকে পেতে।
নদের পথে সকল জনে
নাম সুধা পানে,
চোখের জলে মুখটি ভরে
চলে হরি গানে।
মায়া মোহের বাঁধন টুটে
মধু নামে ভজে,
নদের গোরা কৃষ্ণ প্রেমে
দিনেরাতে মজে ।
জীবের মাঝে হরির বাস
ভালোবাসো সবে,
জড়াও তাকে বুকের মাঝে
হরি ছোঁয়া রবে।
পথের পরে অশ্রু ঝরে
কাঁদছে গোরা কত,
দাও না তারে একটু মায়া
পারো তুমি যত।
যিনি কৃষ্ণ তিনিই হরি
হৃদি জুড়ে থাকে,
ডাকলে মনে ভক্তি সনে
আশিসটা রাখে।