ও নদী ,তুমি কোথা যাও?
কিসের এত তাড়া তোমার
চলেছো যে আপন বেগে!
নেই কি তোমার কোনো পিছুটান?
পিছন ফিরে কি একবারও তাকাবে না?
কত ঘাট পার হয়ে এলে, তার হিসাব কি রাখবে না?
আপন ছন্দে চলাতে তোমার এত আনন্দ!
দেখো, আমিওতো চলি আপন ছন্দে,
তবু বার বার পিছন ফিরে তাকাই,
পিছুটান টা যে ছাড়তে পারিনি।
ও নদী, তুমি আমাকে শেখাবে!
কেমন করে সব মায়া,সব পিছুটান পিছনে ফেলে
আপন ছন্দে অনেক অনেক দূরে চলে যেতে!
শেখাবে আমায় অতীতের যা কিছু স্মৃতি জমে আছে
সব ভুলতে।
জানো, কত চেষ্টা করেছি সব ভুলতে, কিন্তু তোমার মতো পারলাম কই!
আচ্ছা, তোমার পথ চলা শুরু কোথায়,
কোথায় বা তার শেষ রেখেছো কোনো খবর!
জানি রাখনি,
সময় কোথা তোমার এত খবর রাখার!
আপন ছন্দে চলতে চলতে আজ এ ঘাট- ও ঘাট
করে,কত ঘাট যে পার হয়ে এলে,
তার কোনো হিসাবই রাখলে না।
তবু তোমার কত ছন্দ,কত তরঙ্গ!
তাই আমি শিখছি তোমার কাছে নতুন করে
তোমার মতো চলার ছন্দ ।
কেমন করে ফেলে আসো তুমি যত বাধা বিঘ্ন দ্বন্দ্ব।
তোমার মতোই যাব আমি অনেক দূরে সীমাহীন ঐ সাগরে!
সেখানে পারবে না কেউ ছুঁতে আমায় যতই ডাকুক ব্যকুল সুরে।
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???