নদীর স্রোতে পানসি নৌকা
তীরের বেগে ধায়,
ভাটিয়ালি গেয়ে মাঝি
বৈঠা বেয়ে যায়।
মাঝ নদীতে চলে মাঝি
ধরতে বড় মাছ,
দুই পারেতে পান সুপারি
রাজে কত গাছ।
ছলাৎ ছলাৎ স্রোতের ধ্বনি
হাল্কা মৃদু ঢেউ,
নদীর তটে বসে দেখি
নেই যেখানে কেউ।
বালিহাঁস ও পানকৌড়িরা
ঘুরে নদীর ধার,
থেকে থেকে জলে গিয়ে
দেয় ডুব বারে বার।
দুপুর হলে জানলা দিয়ে
দেখি নদীর রূপ,
মাছরাঙা এক মাছের তরে
ঝাপায় জলে ঝুপ।