ওরা এসে আমার কানে কানে জানায় ,
বসন্ত এসেছে, রঙের উৎসবে,
মন রেঙেছে কানায় কানায় ।
আয় মিলি একসাথে সবে ,
চল উড়ে যাই, রং লাগিয়ে ডানায় ।
বসন্ত এসেছে বাঙালির আঙ্গিনায় ।
মনে পড়ে গেল শান্তিনিকেতন ।
ক’দিন বাদেই নতুনের সাথে হবে আলাপন ।
নতুনের ডাকে পুরানোকে বিদায় ।
আজানা ভবিষ্যতের দিকে মন, হরিণের মতো ধায় ।
হারানোকে যদি পুনরায়, ফিরে পাওয়া যায় ।
তাই আমিও ওদের ডাকে সাড়া দিয়েছি ।
ওদের সাথে আমিও নতুনের পথে পা বাড়িয়েছি ,
কিন্তু অতীতকেও যাই নি ভুলে, সঙ্গে নিয়েছি ।