নতুন বছর আসবে জানি,
পুরানো সব মুছে গ্লানি,
আবর্জনা বিদায় দিয়ে শেষ।
বৈশাখের ভোর খুলবে যে দোর,
কাটবে দ্বন্দ্ব ক্লেশ দুঃখের ঘোর,
নৃত্য গীতে প্রভাত ফেরির রেশ।
আহ্বান করি চৈত্র শেষে,
কিশলয়ের নবীন বেশে,
উড়িয়ে বায় ধুলোর রাশি যাক।
এসো কচি সবুজ পত্র,
হালখাতা হয় যত্র তত্র,
পয়লা বৈশাখ পুজো তবে থাক।
পুরাতনকে দিল সাজা,
পর্ণমোচন, ঋতু রাজা,
গরম নিদাঘ চৈত্র শেষের দিন।
ধূলোর ঝড় যে ধেয়ে এলো,
বিদ্যুৎ চমক ঝলসে গেলো,
দামিনী ধায় মেঘে বাজে বিন।
নববর্ষ আগমনে,
শঙ্খ বাজে উদ্বোধনে,
নবীন সাজে ধরার মাঝে প্রাণ
আম্রকুঞ্জে বোলে ভরে,
মধুপ ছোটে মধুর তরে,
বৈশাখী রূপ আবেশে দেয় তান।