এসেছে এ ধরা মাঝে , নতুন বছর,
বিগত দিনের স্মৃতি , পিছনে ফেলিয়া ।
সুখ দুঃখে ভরা দিন ,গুটি গুটি পায়ে ,
লইলো বিদায় এবে , হাসিয়া খেলিয়া।
জনমিল কত শিশু , জননীর কোলে,
নরনারী ধরা ছাড়ি , লইলো বিদায়।
পথ শিশু পথ ‘ পরে , পড়ে নিশিদিন ,
বস্ত্রহীন অন্নহীন , মরিছে ক্ষুধায়।
এসো হে নূতন তুমি , ভরে দাও সুখ ,
সমৃদ্ধি ও আরোগ্যতা, সবার জীবনে।
শুনিতেছি পদধ্বনি , আগমনে তব ,
সাদরে বরণ তোমা , করিব ভূবনে।
ঊনিশের কোভিডের , জেরে আজো মোরা,
জর্জরিত হয়ে আছি , ভূবনে ভবনে।
উপশম করো তারে , আসিয়া ত্বরায় ,
সঞ্জীবিত করো তুমি ,মানব জীবনে।
জরা ব্যাধি শোক তাপ ,হোক দূরীভূত ,
তোমার আশিসে এবে , ওগো দয়াময়।
অতীতের ব্যথাভরা , প্রতিটি পরাণে ,
জাগাও নবীন আশা , হোক মধুময়।