শব্দের রন্ধে রন্ধে, চুঁইয়ে পড়া ফোঁটা ফোঁটা
নোনা বৃষ্টি,আমার মাংসপেশিতে টান ধরায়।
জল্পনা-কল্পনার পারদ,থমকে যায় তোমার
আদুরে খোলা পিঠের জরুলে।
তখনও বিন্দু বিন্দু জল, ভেজা চুলের ডগায়
আটকে, আস্কারা দেয় আমার অ্যাড্রিনালিন!
ছেড়ে চলে গিয়েও তোমার আলটপকা শব্দচয়ন,
এফোঁড় ওফোঁড় করে,নিবিড় ভাবনার কোলাজ ।
তবু প্রতীক্ষায় আসে কুয়াশা ভোর…
বুকের পাঁজরে মারে স্মৃতির হ্যাচকা টান।
রংপাল্টানো শব্দের বর্ষা ফলক,
আমায় লম্বা শ্বাস নিতে পিঠ চাপড়ায়।