ভোরের আকাশে নবীনের বেশে
উদিত হলো যে রবি,
অনিন্দ্য তাঁর আলোকের রাশ
ধরেছে অরূপ ছবি।
বিহগ কণ্ঠে মন্দ্রিত সুরে
প্রভাতী মধুর ধুনে
পুলকে হরষে জুড়ায় পরাণ
কান পেতে সবে শুনে।
মলয় বাতাসে ছড়ায় সুবাসে
কুসুম বিতানে ফুলে,
পল্লী রমনী মালা গাঁথে বসে
মেলে মেঘ কালো চুলে।
কাঁখে নিয়ে ঘড়া হাসি খুশি ভরা
বধূদলে নদী ঘাটে,
ঢলাঢলি করে রসকলি ভরে
ফিরে চলে নিজ বাটে।
কিষাণেরা চলে মাঠ পানে ধেয়ে
বীজ রোপণের কাজে,
নতুন দিনের সুখের পরশে
আশা যত মনে সাজে।