তোমার সুন্দরে পুড়ে অঙ্গার হয়েছি!
ভেবো না লক্ষ্মীটি,
না কেঁদে বরং তুমি কুলকুল নদী হয়ে যাও,
তোমার পবিত্র জলে স্নান করে শুদ্ধ ও শীতল হবো,
তারপর মিলেমিশে যুগল উল্লাসে, শ্রমে
প্রণয়ের মনোরম আশ্রম বানাবো।
তোমার সুন্দরে পুড়ে অঙ্গার হয়েছি!
ভেবো না লক্ষ্মীটি,
না কেঁদে বরং তুমি কুলকুল নদী হয়ে যাও,
তোমার পবিত্র জলে স্নান করে শুদ্ধ ও শীতল হবো,
তারপর মিলেমিশে যুগল উল্লাসে, শ্রমে
প্রণয়ের মনোরম আশ্রম বানাবো।