জীবনের নদী তটে ভাঙা গড়া খেলা
ভাগ্যরেখা মেনে চলা কর্মফল সাথে,
ভুল বোঝাবুঝি কত হৃদয় বন্দরে
নোনাজলে স্মৃতি ভাসে নিদ্রাহীন রাতে।
দহন জ্বালায় পোড়া বিতথ জীবন
অশালীন বাক্য বাণে জর্জরিত মন,
অপমান অসম্মান সঙ্গে নিয়ে সদা
বিলাসী আবেশে মোড়া দুর্ভগ যাপন।
বিধাতার রঙ্গমঞ্চে অভিনয় করে
নর্তকীর মত চলা অঙ্গুলি হেলনে,
কামনা বাসনা যত পূর্ণতার তরে
পিয়াস মেটানো কাজ ঘুঙুর নিক্কণে।
অন্তরে ব্যথায় ভাসে সুখ স্বপ্ন আশা
প্রেম গোলাপের কলি অসময়ে ঝরে,
অনুযোগ অভিমান অন্তর গহীনে
অবেদন হয়ে রাজে তনু মন ভরে।
কেবল নীরব থাকা নিরুপায় হয়ে
ধূপের মতন জ্বলা ত্যজি স্বার্থ সুখ,
বিষাদের আনাগোনা বেলোয়ারি ঝাড়ে
একাকী জীবন কাটে নিয়ে ব্যথা দুখ।