দ্রুপদের কন্যা , যাজ্ঞসেনী কৃষ্ণা ,
মহাভারতের নারী ।
অনিন্দ্য সুন্দরী ,নহেন অবলা ,
বাগ্মীতায় দক্ষ ভারী।
যজ্ঞবেদী হতে জন্ম তাই তার ,
যাজ্ঞসেনী নাম হয়।
হলো দৈববাণী, এই নারী হতে,
কৌরবের হবে লয়।
কৌরব সভায় হস্তিনানগরে ,
কপট পাশায় হারি।
যুধিষ্ঠির রাখে ,পন অবশেষে ,
যাজ্ঞসেনী সম নারী।
দুঃশাসন আনে কৃষ্ণারে ধরিয়া,
কেশ আকর্ষণ করে।
স্খলিত বসনে , আসিলেন তিনি,
প্রকাশ্য সভার ‘ পরে।
দ্রৌপদীর বস্ত্র , টানে দুঃশাসন,
তবু বৃথা চেষ্টা তার।
কৃষ্ণ রাখে মান , বস্ত্র দানি তারে ,
হলো কৌরবের হার।
মহারণে বীজ , হইলো বপন ,
হরিয়া নারীর মান।
কৌরবেরা হলো , নির্বংশ সমূলে,
হারাইয়া শত প্রাণ।