সাঁওতালি গান মাতালো প্রাণ মহুয়ার ঘ্রাণ সনে,
দ্রিমিদ্রিম সুর গোধূলির নুর পাহাড়ের দূর বনে।
ফাল্গুনী রাত জোছনায় মাত প্রকৃতি সাথ খেলে,
অপরূপ তার আলোকের ধার গগনের পার মেলে।
আনন্দের রেশ নক্ষত্রের দেশ সুবাহার বেশ তাতে,
নাচনের দোল মাদলের বোল পাহাড়ের কোল মাতে।
নেশাতুর সব আবেগের রব করে রীত স্তব দলে,
চলে গীত তাল বসন্তের কাল পাহাড়ি ঢাল তলে।
মহুয়ার মৌ খায় যত বৌ নেশাতে ছৌ নাচে,
অপরূপ তুল পলাশের ফুল গেঁথে দেয় চুল কাছে।
সকাল ও সাঁঝ সংসারে কাজ তবু করে সাজ ফাঁকে,
অবসর পল হয়ে জোট দল নেচে সুখ বল রাখে।
পূর্ণেন্দু ছায় আকাশে ভায় সবে হাত তায় ধরে,
পলে পল তন মৃদঙ্গ সন দুলায় খর পণ করে।
মুখে হাস রাশ মরদের পাশ মনোহর খাস সাজে,
লুটে নেয় প্রেম দেহ সুখ হেম তৃপ্ততার ক্ষেম রাজে।