খোলা জানালা টপকে মোহন আকাশ,
ছড়িয়ে পড়ে মেঝের উপর,
দেওয়ালের দিনাঙ্ক সব এলোমেলো।
সঙ্গে বাতাস, থইথই উজ্জ্বলতা
সংগোপন পরিপাট্য আর ছড়িয়ে থাকা
আটপৌরে কষ্টগুলো ছুঁয়ে হারিয়ে যায়!
অগোছালো ঘরদোর ধুলোজমা কার্পেট
টেবিলে কাগজের স্তূপ ডাইরি কলম সব ঘিরে
অনুজ্জ্বল মলিন জীর্ণতা!
বিমর্ষ জীবনের খেরোখাতা
নিকেশের ঠাসবুনন
মুখ থুবড়ে পড়ে আছে এককোণে
বাহিরে রোদ্দুর খরতাপ, সবুজ উদাস
অজস্র আয়োজন মুক্তির গান।
দূরে কোথাও অজানা ফুল ফুটে থাকে
পরিজাত কিংবা বেল জুঁই কুর্চি বা
নেহাত কিছু ঘাসফুল
ঘষা চশমার কাচে অনুভব, অধরা সুরভি!
তোলপাড় অন্দরে প্রলেপ ঢেলে
গলনাঙ্ক উত্তাপে প্রচন্ড জ্বর
শুষ্ক ঠোঁটে প্রলাপ তপ্ত বিষাদ,
হঠাৎ তুমুল বৃষ্টি
জানালার শার্শিতে আঁছড়ে পড়ে।
অন্তর আর বাহির বৈপরিত্য,
কর্ষনে তৃষ্ণার অনন্ত আকুতি
মুক্তি মুক্তি চারিদিকে প্রতিধ্বনি
ছাতা বিহীন পথে এসে দাঁড়াই,
বৃষ্টিতে ভিজি প্রবল জ্বর
উপেক্ষা করি দ্বিধাহীন….।