মজ্জায় ঢুকে আছে তালগোল পাকানো বিশ্বাস,
পরাধীন শব্দগুলো আর তৈরী করে না বাক্য –
চেরা জিভের হিমশীতল অনুভূতি ছুঁয়ে যায় অবয়বে।
কৌশলে ঘুরপাকে জরীপ করে নিখাদ আদিখ্যেতা,
স্পষ্ট বিন্যাসে ছোবল হানে বোধের উৎসস্থলে………
মরীচিকা ছড়িয়ে রয়েছে রাজপথে অলীক কল্পনায়,
স্মৃতিগুলো দানা বাঁধে জীবনের ভাগশেষে,
সম্পর্কের সূচীপত্রে ভীড় করে সন্দেহের বিষবৃক্ষের শিকড়।
রোদ্দুরের প্রতীক্ষায় বসে আছে মেঘে ঢাকা দিগন্ত,
কারণে অকারণে স্বপ্নভঙ্গের খেলা শেষ হোক এই বেলা……….
তবু নিভৃতে দেখা হয়ে যায় জীবনের সাথে,
জাপটে ধরে রাখে নিজেকে নিজের মতো করে,
চৌচির আয়নায় খোঁজে উপলব্ধির জোনাকি আলো।
নিপাট প্রশ্রয়ের আশ্বাসে জমাট বাঁধে অনুভবের রেশ,
অবিশ্বাস ভুলে ভালোবাসা ফের আশ্রয় নেয় বিশ্বাসের চৌকাঠে