এক মুহুর্তের জন্য অসংসারী হব—
অনাঘ্রাত মোহের নির্ভেজাল বাহু পাশে আবদ্ধ হতে চাই একটিবার।
দুরূহকে আলিঙ্গন করার তীব্র বাসনা,
না!মৃণালিনী হতে আমি চাই না—
কাদম্বরীর অব্যক্ত কষ্টের স্বাদ পেতে চাই।
চন্দ্রমুখী,রোহিণীর সত্ত্বাকে অনুভব করি নিজের মধ্যে।
মীরাবাঈ আমার আরাধ্য দেবী—
শ্যামকে না পাওয়ার যন্ত্রণা আজীবন লালন করেছেন।
আমি গর্বিত!আমি দ্বিতীয় নারী।
প্রথমার অক্ষমতা আমাকে অমূল্য করেছে—
হ্যাঁ,আমিই বিনোদিনী,
হারানো আর পাওয়ার ভয় যাকে স্পর্শ করে না।
হ্যাঁ,আমি অবৈধ নামহীন প্রেম—
ভালোবাসাহীন মেকি সংসারে একমুঠো শীতল হাওয়া।
হ্যাঁ,আমিই অসতী—
যার সৎ,নিঃস্বার্থ পরশ বাঁচিয়ে রাখে ভালোবাসার প্রতি বিশ্বাসকে।।