ইয়াক হটাৎ তেড়ে আসে
মজারু দেয় ছুট,
ভয়ের চোটে পদ শূন্যে
প্রায় দেখি এক ফুট ।
মজারু কি ছুটতে পারে!
হাঁফাচ্ছিল তাই ,
বাঁচাও বলে উচ্চ কণ্ঠে
মানুষ কোথায় ভাই!
কয়েক বিঘা ধেনো জমি
মজারু তুই ছোট,
কমলা জামা পরিস কেন
সামনে কিসের ভোট।
ইয়াক হটাৎ তেড়ে আসে
মজারু দেয় ছুট,
ভয়ের চোটে পদ শূন্যে
প্রায় দেখি এক ফুট ।
মজারু কি ছুটতে পারে!
হাঁফাচ্ছিল তাই ,
বাঁচাও বলে উচ্চ কণ্ঠে
মানুষ কোথায় ভাই!
কয়েক বিঘা ধেনো জমি
মজারু তুই ছোট,
কমলা জামা পরিস কেন
সামনে কিসের ভোট।