ওরা সবাই দোষারোপ করার জন্য বসে আছে
ওরা নিজেদের দোষের কথা চাপা দিতে চাইছে
ওরা দুজনেই দায়সারা কারিগর
সব দায় তারা এড়িয়ে যায়
পোড়ে আতশবাজি
পোড়ে মন
পোড়ে ঘর
পোড়ে জীবনের অগ্রসর
অট্ট হাসির মাস্টার ওরা
ঐ হাসির আড়ালে লুকিয়ে আছে লালাইতো লকলকে জীব
পান খায়
মদ খায়
ঘুষ খায়
আবার খায় অনেকের রুজি রুটি
ওরা নিজেদেরকে খুব চালাক ভাবে
ভাবে আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান
ওরা ভাবে আছে ওদের অনেক কিছু
তবু নেই ওদের কোন খুঁটি
সাধু সেজে মিলেমিশে থাকে আমার সাথে সদা
দেখতে ফর্সা, মন ভর্তি নর্দমার কাদা
এখনো তারা তেমনি বাঁচে
ওরা সবাই আমার মতো মানুষকে দোষারোপ করার জন্যই আছে বেঁচে।