দেশ যে আমার সবার সেরা
শ্যামল সবুজ শোভায় ঘেরা
বিছায় শীতল পাটি,
পাহাড় নদী ঝর্ণাধারা
ফলে ফুলে নজর কাড়া
দেশের মাটি খাঁটি।
বাউল দরবেশ সাধক যতো
ধর্মে থাকে সাম্যে কতো
শ্রদ্ধায় নত মাথা,
সুকান্ত আর নজরুল রবি
বাংলার সেরা কবি সবি
লিখেন কাব্য গাঁথা।
আমার দেশের শীতল বায়ু
জুড়ায় কায়া বাড়ায় আয়ু
ধন্য জীবন মানি,
দোয়েল কোয়েল খঞ্জনাতে
সরগমে মন সাধে তাতে
স্রষ্টা বড়ো দানী।
দেশ আমাদের মায়ের মতন
মায়ের ভাষা পরম রতন
মাখা প্রেমের গীতি,
দেশের সম্মান রাখতে বজায়
শপথে মন বাঁধবে সবায়
রেখে স্বদেশ প্রীতি।