মা যে তুমি ভক্তি তুমি বিশ্বাস তুমি এই মনের,
চণ্ডী তুমি মঙ্গল তুমি মূর্তি তুমি এই প্রাণের।
সুর যে তুমি স্বর যে তুমি গান যে তুমি এই রণের,
আলো তুমি আঁধার তুমি প্রদীপ তুমি এই বনের।
পাপ যে তুমি পূণ্য তুমি দেবী তুমি দানবের,
সতী তুমি সাধ্বী তুমি পালক তুমি মানবের।
কালি তুমি কৃষ্ণ তুমি মহাকালী তুমি ওই কালের,
শিবি তুমি গৌরী তুমি অম্বিকা তুমি সেই নীলের।
অন্ন তুমি পূর্ণা তুমি শস্য যুদ্ধ তুমি এই জয়ের,
বুকের মাঝে শক্তি তুমি নারী শক্তি তুমি বরাভয়ের।