কিনেছি দুই বিঘা জমি
বাবুর বাগের কাছে
বাবু বলেন, জানিস নৃপেন
জমি দরকার আছে।
তোর জমিটা আমার যে চাই
চাষ করা তুই থামা
নৃপেন বলে শস্য তুলি
রোজ ভোরে এক ধামা।
বাবু তখন রেগে বলেন
কেন করিস দেনা,
জমি এবার দিতেই হবে
হলো তোকে চেনা।
কিনেছি দুই বিঘা জমি
বাবুর বাগের কাছে
বাবু বলেন, জানিস নৃপেন
জমি দরকার আছে।
তোর জমিটা আমার যে চাই
চাষ করা তুই থামা
নৃপেন বলে শস্য তুলি
রোজ ভোরে এক ধামা।
বাবু তখন রেগে বলেন
কেন করিস দেনা,
জমি এবার দিতেই হবে
হলো তোকে চেনা।