মেঘ বালিকা চপল ভারী
দুষ্টুমিতে রয়,
আকাশ খানা কালো করে
একটুকু নেই ভয়।
মেঘের ওড়নায় রাখে ঢেকে
সূর্যি মামার মুখ,
খুনসুটিতে খেলতে পেলেই
ঘুচে যেন দুখ।
ধরার মানুষ বলছে ডেকে
মেঘবালিকা সই ,
আকাশ খানা রাখলি ঢেকে
শরৎ রইলো কই?
ছাড় যদি দিস সূয্যিটাকে
আলোর কিরণ পাই,
চনমনে মন রবে সবার
বলছি তোকে তাই।
মনের কথা বলছি তোকে
যারে বিবর পর,
ঢাকের বাজনায় দুর্গা আসছে
এই শরতের ঘর ।