চারিদিকে আলোর রোশনাই
দীপাবলির রাতি
গরীব ঘরে জ্বলে দেখো
চৌদ্দ করে বাতি।
আল্পনাতে চৌদ্দ প্রদীপ
সাজাই মোদের বাড়ি
টুনির আলো জ্বলে নিভে
জ্বলছে সারি সারি।
অমাবস্যার নিকষ কালো
যাবে দূরে সরে
ম্যাজিক আলো জ্বলে দেখো
প্রতি ঘরে ঘরে।
চারিদিকে আলোর রোশনাই
দীপাবলির রাতি
গরীব ঘরে জ্বলে দেখো
চৌদ্দ করে বাতি।
আল্পনাতে চৌদ্দ প্রদীপ
সাজাই মোদের বাড়ি
টুনির আলো জ্বলে নিভে
জ্বলছে সারি সারি।
অমাবস্যার নিকষ কালো
যাবে দূরে সরে
ম্যাজিক আলো জ্বলে দেখো
প্রতি ঘরে ঘরে।