হে স্বাধীনতা
জিলিপি চাই না খেতে একদিন
প্রতিদিন সম্ভ্রমের ভাত কাপড় চাই
দান অনুদানে ভিখিরি বানাতে চায় যারা
তাদের প্রতিবাদ করিনি বলেই
হে স্বাধীনতা
তার মানে এই নয়
শাসকের ধূর্ততা ধরতে পারিনি
হে স্বাধীনতা
তোমার পতাকা নিয়ে ছিনিমিনি খেলে যারা
নিজেদের স্বার্থ পূরণে
বুক চিতিয়ে যেন তাদের মুখোশ টেনে ছিঁড়ে
খুঁদিরাম সুভাষের মতো দাঁড়াই নির্ভয়ে
হে স্বাধীনতা
কিংবা তোমার পতাকা হাতে নিয়ে
মাতঙ্গিনী হাজরার মতো
যেন নির্ভিক ছুটে যেতে পারি শত্রুর সন্মুখে
হে স্বাধীনতা
মেরুদন্ড সোজা করে দাঁড়াবার
একবার দীক্ষা দাও শুধু