গ্রীষ্ম এসেছে আগুনের বাণ নিয়ে
অসহ্য গরমে সব কিছু পুড়ে যায়
ভোর না হতেই কি রুদ্র রূপ দেখি
এমন রুদ্র রূপ কি সহ্য হয়?
পিপাসায় যেন ছাতিটা ফাটতে চায়
চাতক পাখিটা ঝোপের আড়ালে কাঁদে
দুপুরের কাক নির্বাক চোখে চায়
ফেরিওয়ালা গুলো এতোটুকু ছায়া খোঁজে ।
ঠান্ডা ঘরে বা মাল্টিপ্লেক্সে মলেও ছুটছে কেউ
শ্রান্ত ক্লান্ত সবাই ছায়ার খোঁজে
রুদ্র অগ্নিবাণ হানে আক্রোশে
দুপুরের রোদে রাস্তায় নেই কেউ।
কুকুর ধুঁকছে রাস্তার পাশে শুয়ে
গৃহবধূ স্নান সেরে নেয় বারবার
এতো ঘাম হলে রান্না কি করে হবে
উনুন শালায় যেতে হয় কতো বার।
দুপুর বেলায় আইসক্রিম হেঁকে যায়
ঘন্টা বাজিয়ে ডাক দিয়ে বলে আয়,
চাতক পাখির মতন কেউ তাকায়
দুপুরের রোদে আইসক্রিম গলে যায়।
গরমের পরে বর্ষা আসবে জানি
মৌসুমী বায়ু সে বার্তা দিয়ে যাবে
চাতক পাখিরা ফটিক জলই পাবে
ততোক্ষণ তো সব গৃহ কোন এক হিমালয় চায়।।